IIT induction of Indian values and culture in their calender recieves backlash from Liberals

 So, now after the IIT Kharagpur calendar debunking the myth of Aryan Invasion thesis is out, they are showing their true colours. They are now calling these scholars as Sanghi and are giving declaration that IIT is not a premium institute for social sciences. Although at the last of the calendar all the sources are mentioned they call it useless work without citation. Now famous historian Upinder Singh in her book A History of Ancient and Early Medieval India clearly says that there are least evidences for Aryan Invasion. She gives references to BB Lal, P V Kane etc. Now they say that we misinterpret her writing. We are misinterpreting the writings of P V Kane, BB Lal and all other historians. If it is so, we will surely do it. And remember the time has come to reveal the truth which has been hidden for long behind the darkness created by the distorians of the society. Now the time has come to break the myths. The masks are falling,lies are breaking. Every passing day we tell the truth their hurts burn. Let it burn. For thousands of years our hearts are being burnt literally by their predecessors. The time has come to break the shackles of intellectual terrorism. The India we all imagine is much nearer than what we think. Let us all put our efforts collectively and bring that India to truth. Be unapologetic. Hail Maa Bharati. 

©Abhigyan Dutta.


আর্য আক্রমণ তত্ত্ব কে ভ্রান্ত প্রমাণিত করে আইআইটি খড়গপুর এর ক্যালেন্ডার যখন প্রকাশিত হলো তখন তারা নিজেদের প্রকৃত স্বরূপ জানাতে শুরু করলো। তারা বলছে এই সমস্ত বিদ্বজন হল সংঘি এবং ঘোষণা করেছে IIT সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান না। যদ্যপি ক্যালেন্ডারের শেষে সমস্ত তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে তা সত্ত্বেও এরা এই গবেষণাধর্মী কাজকে citations বিহীন  কাজ বলে উল্লেখ করেছে। তাহলে এখন উপিন্দার সিং তার গ্রন্থ "A History of Ancient and Early Medieval India"তে স্পষ্টভাবে বলেছেন আর্য আক্রমণ এর স্বপক্ষে কোন বিস্তারিত প্রমাণ নেই। তিনি BB Lal, P V Kane ইত্যাদি এর কাজকে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন ও জানিয়েছেন। এখন তারা বলছে যে আমরা নাকি তাঁর লেখাকে মিস ইন্টারপ্রেট করছি। আমরা PV Kane, BB Lal ইত্যাদি সব ঐতিহাসিকদের লেখাকেই ভ্রান্ত ব্যাখ্যা করছি। যদি সত্যিই এটা হয়ে থাকে তাহলে আমরা এটাই করব। এবং মনে রাখা প্রয়োজন সত্য যা সুদীর্ঘকাল ধরে বিকৃত ইতিহাসকারদের সৃষ্ট অন্ধকারের তলায় চাপা পড়ে ছিল তা প্রকাশের সময় এসে গেছে। এখন মিথ ভাঙার সময়। তাদের মুখোশ খুলে যাচ্ছে, মিথ্যা ভেঙে পড়ছে। প্রতিদিন যখন আমরা সত্যটিকে উচ্চারণ করি তখন তাদের হৃদয়ে অগ্নি প্রজ্জ্বলিত হয়। হোক। ওদের পূর্বসূরিরা আক্ষরিকভাবেই হাজার বছর ধরে আমাদের কলজে আগুনে জ্বালিয়েছে। আজ শিকল ভাঙার গান গাওয়ার সময় এসেছে। যে ভারতবর্ষকে আমরা কল্পনা করি তা আমাদের খুব কাছে এসে গেছে। আসুন আমরা সকলে মিলে নিজেদের সাধ্যমত প্রয়াস করে সেই ভারতবর্ষকে বাস্তবায়িত করি। Be unapologetic, ভারত মাতার জয়!!!

©অভিজ্ঞান দত্ত


Comments

  1. ভালো প্রচেষ্টা অভিজ্ঞান। আগামীতে আরো ভালো হবে এই শুভেচ্ছা রইল।
    বন্দেমাতরম

    ReplyDelete

Post a Comment